সুনামগঞ্জে শিশুসহ মাইক্রোবাস ছিনতাই,, শিশু উদ্ধার।।
সুনামগঞ্জ থেকে গোবিন্দ দেব
সুনামগঞ্জ জেলার গবিন্দগঞ্জ বাজার থেকে শিশুসহ একটি মাইক্রোবাস ছিন্তাইর ঘটনা ঘটেছে। অভিভাবকরা সোমবার (২৬ এপ্রিল) দুপুরের দিকে গবিন্দগঞ্জ বাজার পয়েন্টে সাদা রঙের একটি মাইকক্রোবাসে (নোহা) শিশু হালিমাকে (৫) রেখে গেলে ফিরে এসে দেখেন গাড়ি নেই।
ছিনতাই যাওয়া গাড়ির নম্বর ঢাকা মেট্রো ৫৩-১২১৫। আর এ গাড়ির ভিতরেই বসে ছিলো পাঁচ বছর বয়সি শিশু হালিমা। গাড়ির সাথে তাকেও পাওয়া যাচ্ছে না। সে গবিন্দগঞ্জ শহিদপুর এলাকার মিজানুর রহমানের মেয়ে। ছাতক থানা পুলিশ সিলেট কদমতলি থেকে মেয়েটি কে উদ্ধার করেছে।।।।
পুলিশ বলছে, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি ছিনতাই হতে পারে। হয়ত ছিনতাইকারী গাড়ি ছিনতাই করতে গিয়ে শিশুটিকেও নিয়ে গেছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান সিলেট ভয়েসকে বলেন, ‘এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমরা সিলেট কদম তলী থেকে মেয়েটি কে উদ্ধার করেছি।। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি শিশুসহ গাড়িটি উদ্ধার করার জন্য।