বাউফলে কৃষকের ধান কেটে দিলেন কৃষক লীগের নেতাকর্মীরা
বাউফল প্রতিনিধি
শ্রমিক সংকটের কারনে এক দরিদ্র কৃষকের জমির ধান পেকে জমিতেই ঝরে যাচ্ছে, এমন কথা শুনে কৃষক লীগের একদল নেতা কর্মীরা ছুটে যান ওই জমির কাছে। তারপড় তারা কৃষকের জমির ধান কেঁেট কৃষকের গোলায় তুলেদেন। ঘটনাটি পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ভাঙগা ব্রিজ এলাকার। এমন ঘটনায় প্রশাংসায় ভাসছেন উপজেলার কৃষকলীগের নেতাকর্মীরা।
কৃষক চাঁন মিয়া বলেন, তার ১৩৫ শতাংশ জমির ইরি ধান দুই সপ্তাহ আগে কাটার সময় হলেও শ্রমিক সংকটের কারনে তা কাটা হয়নি। এক পর্যায়ে প্রচন্ড রৌদ্রে জমির পাকা ধান জমিতেই ঝরে পড়ছিল। বিষয়টি আমি স্থানীয় বাজারের বসে আক্ষেপ করে বললে উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মাহবুব আলম তার কাছ থেকে খোঁজ খবর নেয়।
উপজেলা কৃষকলীগের সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, সাধারন সম্পাদক মাহবুব আলম আমাকে কৃষক চাঁন মিয়ার বিষয়টি বললে নেতা কর্মীদের সাথে আলোচনা করি। তাদের উৎসাহে ৩০জন নেতা কর্মীদের নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকালে ওই কৃষকের জমির ধান কেটে গোলায় তুলে দেই।
উপজেলার নওমালা ইউনিয়নের চেয়ারম্যান শাহাজাদা হাওলাদার বলেন, উপজেলা কৃষকলীগের এমন কাজে প্রশাংসায় ভাসছেন তারা। প্রচন্ড তাপদাহের মধ্যে নেতাকর্মীরা যে ভাবে হাত হাত কাধে কাধ মিলিয়ে দরিদ্র কৃষকের ধান কেটে গোলায় তুলে দিয়েছেন। তাতে প্রশাংসায় ভাসছেন নেতা কর্মীরা।