মাসুম হত্যার ঘটনা স্হল পরিদর্শন করেন পুলিশ সুপার মিজানুর রহমান।
জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান বলেন
অপরাধী যেই হউ না কেন আইনের হাত থেকে ছাড় পাবেন না ,সঠিক অপরাধী তদন্ত মাধ্যমে বেরিয়ে আসবে। নিরঅপরাধীরা তদন্ত সাপেক্ষে নিরিহ লোকদের বাদ দেওয়া হবে, যদি অপরাধী করেন ছাড় পাবেন না, তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছি তদন্তককারী কর্মকর্তা কে তিনি ঘটনা স্হল পরিদর্শনে একতা বলেন ।
আজ ২৮ এপ্রিল বিকাল চারটায় জগন্নাথপুর পৌর এলাকার পূর্ব ভবানীপুর গ্রামের নিহত মাসুমের বাড়িতে গিয়ে ঘটনা স্হল পরিদর্শন করেন এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল কামরুল ইসলাম, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, তদন্ত ওসি মুছলে উদ্দিন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রাজিব আহমেদ, পৌর কাউন্সিল প্যানেল মেয়র সাফরুজ ইসলাম, কাউন্সিলর সুহেল আমিন সহ এলাকার মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি।।।