মেহেরপুরে বিদুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে বিদুৎপৃষ্টে ফজলুল হক (৬৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেহেরপুর শহরের আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ফজলুল হক মেহেরপুর বাসষ্ট্যান্ড কাজিপাড়ার মৃত আজগর আলী শেখের ছেলে। স্থানীয়রা জানান,ফজলুল হক সকালে তার পুকুরে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক মটরের সুইসে চাপ দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। পরে পথচারীরা তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
মেহেরপুর সদর থানার ওসি শাহদারা বিষয়টি নিশ্চিত করেছেন।