মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
টাংগাইলে দেলদুয়ার থানায় গোপন সংবাদের মাধ্যমে ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন স্যারের নির্দেশে চৌকস পুলিশ অফিসার এস আই মনোয়ার ও এ এস আই জাহাঙ্গীর সহ সঙ্গীয় ফোর্স নিয়ে দেলদুয়ার থানাধীন পাথরাইল দক্ষিণ পাড়া মর্জিনা বাড়ি হতে দুইজন মাদক বিক্রেতাকে আটক করা হয়,তারা বি – বাড়িয়া থেকে এই মর্জিনার বাড়িতে গাঁজা বিক্রি করতে এসেছিলো। এই দুই মাদক ব্যবসায়ীরা অভিনব কায়দায় মাদক বিক্রি করতো,তাদের পোশাকের ভিতরে পেটে গাঁজা বেধে বিক্রি করতে এসেছিলো, তাদের নিকট ২ কেজি পরিমাণ গাঁজা পাওয়া যায়, তারা দুজনেই শারীরিক প্রতিবন্ধী, এরা হলো ১/ জহিরুল (২৩) পিতাঃ কবির,থানা কসভা,জেলাঃ বি – বাড়িয়া ২/ আব্দুর রশিদ (৭০) পিতা মৃত নায়েব আলী, থানা ঃ কসভা,জেলা ঃ বি – বাড়িয়া।
দেলদুয়ার থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আগামীকাল কোর্টে প্রেরণ করা হবে।