-
- গাজীপুর, জাতীয়, সারা দেশ
- শ্রীপুরের ধনুয়ায় প্রকাশ্য দিবা লোকে গরু চুরি করেছে গৃহবধূ রিপা। দেশ টিভি বাংলা
- আপডেট টাইম : মে, ৪, ২০২১, ৫:১২ অপরাহ্ণ
- 786 বার পঠিত
শ্রীপুর থেকে:
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড( মধ্য ধনুয়া)গ্রামে এঘটনা গঠে।গত ০৩-০৫-২০২১ইং রোজ সোমবার বিকালে গরুর মালিক ফয়সাল গরুটিকে মাঠে ঘাস খাওয়ার জন্য চড়িয়ে রেখে আসে।বিকাল আনুমানিক ৪.০০টার দিকে গরুটি পানি খাওয়ানো জন্য গেলে দেখে অবস্থায় গরুটি নেই।পরে খোজা খুঁজি শুরু করলে আশেপাশের লোক জন বলে জৈনাবাজারে এজ মহিলাকে গরুটিকে নিয়ে যেতে দেখেছে।পরে এই মহিলার পরিচয় খুজতে গেলে জানা যায়,একই গ্রামের মো:জমশেধ আলীর (৬০)ছেলে মো:চান মিয়া (৩৩)এর স্ত্রী মোছা:রিপা বেগম( ২৬) গরুটি নিয়ে তার বাবার বাড়ীতে রেখে আসে।অথচয় এই রিপার প্রতিবেশী হলো মো:ফয়সাল মিয়া,পিতা:জালাল উদ্দিন। গোপন সূএের ভিওিতে রিপার বাবার বাড়ী শ্রীপুর উপজেলার এম সি বাজারে খোজ নিয়ে গরুটির সন্ধান পাওয়া যায়।গরুর ব্যাপারে জানতে চাইলে রিপার মা ও ভাই বলে আমরা গরুটি ৪০০০০হাজার টাকায় কিনেছি।বাজারের খাজনা দেখতে চাইলে তারা বলে আমরা রাস্তায় এক লোকের কাছ থেকে কিনেছি।কোন খাজনা বা রশিদ নেই।পরে যখন চুরির বিষটি নিশ্চিত হয়ে গেলে,রিপা মা গরুর অরিজিনাল মালিক ফয়সাল কে গরুটি হস্তাতর করে।আজ সকালে রিপাকে তার মা জামাই বাড়ীতে নিয়ে চলে ধনুয়া গ্রামের লোকজন রিপা ও তার মাকে আটকায়।তাদের সাথে তার খালাতো ভাই আরিফুল( ৩৮)পিতা:মাহামুদ আলী,বানিয়ার চালা বাঘের বাজার, সে উপস্থিত সকল জনগণ কে বলে গরুটি আমি কিনেছি।এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে গেলে পরে রিপার মা ও ভাই বলে আমরাই গরুটি চুরি করেছি।আমাদের ভুল হয়েছে।
এই ক্যাটাগরীর আরো খবর