খোরশেদ আলম জীবন
ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ- মহামারি করোনার ২য় ধাপ মোকাবিলায় ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ীর সমাজ সেবক,দানবীর, চেয়ারম্যান পদে নৌকা মনোনয়ন পদপ্রার্থী,হাজী বেলাল ফকির নিজ উদ্যোগে আবারো ব্যাপক ত্রাণ ও সুরক্ষা সামগ্রী বিতরন শুরু করেছের।৯ই এপ্রিল রবিবার সকালে হবিরবাড়ীর হবিরবাড়ীর সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে তিনি নিজে উপস্থিত হয়ে কয়েক হাজার গরীব অসহায়দের ঈদ উপহার হিসেবে চাউল ও সুরক্ষা সামগ্রী বিতরন করেন।এছাড়াও প্রতিটি ওয়ার্ডেই এই ঈদ উপহার বিতরন করবেন বলেও জানান।সমাজ সেবক,হাজ্বী বেলাল ফকির গত কয়েক যুগের কাছাকাছি সময় ধরে অসহায় দরিদ্রদের মানুষের সেবা করে আসছেন।তারই ধারাবাহিকতায় হাজ্বী বেলাল ফকির করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্রদের করোনা শুরু লগ্ন থেকে ৪ধাপে নিত্যপণ্য ত্রাণ সামগ্রী সহ সুরক্ষা সামগ্রী বিতরন করেন।এবং আওয়ামী লীগের দলীয় নির্দেশনায় অবদান রাখছেন। হাজী বেলাল ফকির জানান,আমি যতটুকু সম্ভব পারছি অসহায় মানুষের বিপদে- আপদে সহযোগিতা ও মানুষের সেবা করে যাচ্ছি।বর্তমানে করোনা কালীন সময়ে ত্রাণ সামগ্রী বিতরন করে যাচ্ছি।এছাড়াও মাদক,বাল্যবিবাহ রোধে কাজ করে যাচ্ছি। বাকি দিনগুলোতে জনগণের সেবা করে যেতে চাই।এসময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডভোকেট শওগত আলী,ভালুকা মডেল থানার এএসআই হালিম,আওয়ামীলীগ নেতা খাইরুল আলম মল্লিক,সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহাবুদ্দিন তালুকদার,আঃলীগ নেতা সফিকুল ইসলাম,ইউনিয়ন যুবলীগের অন্যতম সদস্য মোঃ তোফাজ্জল হোসেন, আনোয়ার হোসেন,হবিবুর বাশার (বাবু) হিরন,সাইদুল,মোখলেস,টুটুল, নাজমুল সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।