মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
দৈনিক প্রথম আলোর জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইমলামকে আটক রেখে হেনস্থা ও মামলা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে মুখে কালো কাপড়, মাস্ক পড়ে মানববন্ধন ও সমাবেশ করেছে শ্রীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের মুল ফটকের সামনে শ্রীপুরে কর্মরত সাংবাদিকদের আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শ্রীপুর প্রেসক্লাবের আহবায়ক ফজলে মমিন আকন্দের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রাতুল মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক আ. মতিন, আ.মালেক, শফিকুল ইসলাম, নজরুল ইসলাম মাহবুব, জামাল উদ্দিন, আজাদ আবুল কালাম, আ. লতিফ, ইজাজ আহমেদ মিলন, সাদিক মৃধা, রাজিবুল হাসান, আল আমিন, আলফাজ সরকার আকাশ, মোতাহার হোসেন খান, সোলাইমান মোহাম্মদ, আনোয়ার হাসান, আ.আজিজ, নূরে আলম, মাহফুজুর রহমান ইকবাল, মাহমুদুল হাসান, শিহাব খান, জোনায়েত আকন্দ, বাবুল, আরিফ প্রধান প্রমূখ।
এসময় বক্তারা অনতিবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহার করে নির্যাতনকারী উপ সচিব জেবুন্নেছাসহ জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।