মোঃ আব্দুল বাতেন বাচ্চু ,
প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামের মিথ্যা মামলার প্রতিবাদে BMSF এর দেশব্যাপী প্রতিবাদের অংশ হিসেবে শ্রীপুরে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ(২০’ মে) সকাল ১১ টায় শ্রীপুরের জৈনা বাজারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শ্রীপুর উপজেলা কমিটির আয়োজনেএই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ শুরু হয় এবং শ্রীপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ আব্দুল বাতেন বাচ্চু উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শ্রীপুর শাখার সভাপতি বলেন, যার যার অবস্থানে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং প্রতিবাদ থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আপনারা দেখেছেন সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে নেক্কারজনক ঘটনা সচিবালয় মত স্থানে এমন ন্যাক্কারজনক ঘটনা যদি ঘটে তাহলে মফস্বল এলাকার সাংবাদিকদের কী দুরবস্থা আপনারাই ভেবে দেখুন।
সম্প্রতি সাংবাদিক নির্যাতন ও কারাগারে প্রেরণের ঘটনা আমাদের সবাইকে কাঁদিয়েছে। শুধু তাই নয় সারাদেশে সাংবাদিকদের কণ্ঠরোধ করার অপচেষ্টা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে ৫ ঘণ্টা আটকে রেখে পুলিশে সোপর্দ করা ও গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে রোজিনার নিঃশর্ত মুক্তি দাবি করছি।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাতেন বাচ্চু বলেন, রোজিনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি বিনা অনুমতিতে স্বাস্থ্য সচিবের একান্ত সচিবের রুম থেকে গোপনীয় কাগজপত্র সরানো ও মোবাইলে ছবি তুলে নিয়ে অপরাধ করেছেন, তাই তার নামে মামলা দিয়ে তাকে জেলে পাঠানো হয়েছে।
এ ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
সচিবালয়ে সিসি ক্যামেরা লাগানো আছে, যদি রোজিনা ইসলাম বিনা অনুমতিতে কোনো ফাইল নিয়ে থাকেন বা ছবি তুলে থাকেন তা ফুটেজে থাকার কথা কিন্তু এখনও পর্যন্ত সরকার প্রশাসন তা দেখাননি।
সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের দুর্নীতির কথা আজ দেশের সকলের জানা, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির বিশাল চিত্র ইতোমধ্যেই জনসম্মুখে প্রকাশিত। করোনাকালে রিজেন্ট, জিকেজির দুর্নীতি, কিছু পূর্বে মিঠু সিন্ডিকেটের দুর্নীতি, স্বাস্থ্যের ডিজির গাড়ি চালকের দুর্নীতির খবরও দেশবাসী জানে।
সম্প্রতি ১ হাজার ৮০০ টেকনোলজিস্ট নিয়োগে কোটি টাকার বাণিজ্য, ৯ সরকারি হাসপাতালে ৩৫০ কোটি টাকার জরুরি কেনাকাটাসহ বেশ কিছু লোমহর্ষক দুর্নীতি অনিয়মের অনুসন্ধানী খবর রোজিনা ইসলামের রিপোর্টে দেশবাসী জানতে পেরেছে।
রোজিনা ইসলামকে আটক রাখা, নির্যাতন করা এবং গ্রেপ্তার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ ওই সব আমলা প্রশাসনেরই আক্রোশের ফল।
প্রকৌশলী সুজন মাহমুদ এর সঞ্চালনায়
আরও বক্তব্য রাখেন সাংবাদিক মহিদুল আলম চঞ্চল, সোহাগ রানা
,আতিকুর রহমান ,জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, আহাদ, শাহাদত সাইফুল মিয়া,আঃ আজিজ ,
রহিম,রতন, সাথী আক্তার, কনিকা আক্তার,শাহআলম, উপস্থিত ছিলেন নাজমুল হক, পরান মন্ডল ,দুলাল মিয়া,এনামুল হক,মোজাম্মেল, কাশেম ,নাঈম হাসান ,, ,ফাহাদ, নাইমুল ইসলাম সজীব, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ তারা বলেন,
ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসার অবৈধ সম্পদের বিবরণ স্যোসাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে; যেখানে কানাডায় তার ৩টি, সাউথ লন্ডনে ১টি, ঢাকায় ৪টি বাড়ি এবং গাজীপুরে ২১ বিঘা সম্পত্তি ও ব্যাংকে নামে বেনামে ৮০ কোটি টাকার এফডিআরের কথা উল্লেখ রয়েছে।
দুর্নীতি করা ছাড়া সৎ পথে তার বেতনের টাকায় একজন সরকারি আমলা কি করে এতো সম্পদের মালিক বনে যান। তাতে আমরা নিশ্চিত তার পেছনে বড় কেউ রয়েছে।
আমরা ওই আমলার সম্পদ অর্জনের বিষয়ে যথাযথ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ এবং রোজিনাকে নির্যাতনের দায়ে তাকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। একইসঙ্গে রোজিনা ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং বাক, সংবাদপত্রের স্বাধীনতার কণ্ঠরোধকারী কুখ্যাত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাচ্ছি।
প্রতিবাদ সমাবেশের সমাপনী বক্তব্যে সভাপতি ও সাধারন সম্পাদক বলেন এ ঘটনায় মিডিয়ার সাথে সংশ্লিষ্ট সবাই শিরদাঁড় করে প্রতিবাদ ও প্রতিরোধে অংশ নিয়েছেন সবাইকে আবারো বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ ও সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি।