ডিজিটাল নিরাপত্তা মামলায় যুবক গ্রেপ্তার।
জগন্নাথপুর প্রতিনিধি।
সুনামগঞ্জের জগন্ননাথপুর থানায়
ডিজিটাল নিরাপত্তা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নীলফামারী জেলার কিশোরীগঞ্জ উপজেলার রন চন্ডি উত্তরপাড়া গ্রামের হাফিজ মোঃ মাসুক মিয়ার ছেলে।।মোঃ আলমগীর হাসান (২০) সিলেট নগরী থেকে গ্রেফতার করা হয়েছে।সে বর্তমানে সিলেট নগরীতে বসবাস করে।
জানাগেছে, জগন্নাথপুরে পৌর এলাকার ইসাকপুর গ্রামের এক তরুণীর সাথে আপত্তিকর ভিডিও গোপনে ধারণ করে সামাজিক মর্যাদাহানী এবং ভয়ভীতির মাধ্যমে চাঁদা আদায় ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ এনে
তরুনীর ভাই রাসেল মিয়া বাদী হয়ে জগতপুর থানায় ডিজিটাল আইনে
যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা- পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা সূত্র ধরে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে জগনাথপুর পৌর এলাকার ইসাকপুর গ্রামের থেকে জগনাথপুর থানার এসআই শাফায়েত যুবককে গ্রেপ্তার করেন।
জগনাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন সত্যতা স্বীকার করে বলেন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে
আজ শুক্রবার আসামিকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।