ভালুকায় বাংলা টিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে।
ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ- ভালুকায় বাংলা টিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেকঁ কাটা,র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি টিভি চ্যানেল বাংলা টিভির ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে ২০শে মে বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ওয়াবদা বিদ্যুৎ সংলগ্ন রাস্তায় র্যালি ও বাংলা টিভি স্থায়ী অফিসে, বাংলা টিভি ভালুকা প্রতিনিধি খোরশেদ আলম জীবন এর সভাপতিত্বে, যায়যায়দিন প্রতিনিধি সফিউল্লাহ আনসারীর সঞ্চালনায় কেঁক কেটে ও আলােচনা সভার মাধ্যমে পালিত হয়েছে।বাংলা টিভির দীর্ঘ সমৃদ্ধি কামনা করে কেঁক কেটে বাংলা টিভির বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হয়।বাংলা টিভির বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মেজবাহ উদ্দিন কাইয়ুম।অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধের চেতনা প্রেসক্লাবের সভাপতি এবিএম জিয়া উদ্দিন বাশার,কাউন্সিলর নজরুল ইসলাম, সাংবাদিক শফিকুল ইসলাম সবুজ, আজহারুল ইসলাম,আল- আমিন, আরিফ, সাইফুল ইসলাম,এসএম কাঞ্চন সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।