সৌদি আরবে ৬মাস ধরে নিখোঁজ জগন্নাথপুরের মহিলা: সন্ধানপেতে সরকারের সাহায্য কামনা
গোবিন্দ দেব জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অসহায় কৃষকের স্ত্রী ৬মাস ধরে নিখোঁজ। সাহায্য পেতে বার বার দালালের কাছে বলেও সন্ধান পাচ্ছেনা অসহায় পরিবার। অবশেষে রবিবার (৯মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ও (১৫ মে) সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে সন্ধান পেতে সাহায্যের আবেদন করেছে পরিবারটি।
দরখাস্ত ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামে সোনাফর আলীর ছেলে আমির উদ্দিনের মাধ্যমে ২০১৯ সালের ১১ ডিসেম্বর রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর গ্রামের আব্দুল হকের স্ত্রী মোছা. নাজমা বেগম (৩৬)কে সৌদি আরবে পাঠিয়েছিল। সৌদি আরব যাওয়ার পর প্রায় দুই তিন মাস পর পর যোগাযোগ করলেও গত ৬মাস ধরে পরিবারের সাথে একবারেই যোগাযোগ করে নাই নাজমা বেগম। গত ৬ মাস ধরে যোগাযোগ না করায় অসহায় হয়ে দালাল আমির উদ্দিনের সাথে যোগাযোগ করলে স্ত্রীকে দেশে আনার জন্য ৩০ হাজার টাকা দিয়েছিলেন হতভাগা স্বামী আব্দুল হক। কিন্তু টাকা নিয়ে তার স্ত্রীকে দেশে আনে নাই। পরে স্থানীয় অনেকের সাথে যোগাযোগ করে আমির উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এ বিষয়ে কিছুই জানেননা।
এ ব্যাপারে আব্দুল হক বলেন.আজ ছয় মাস ধরে আমার স্ত্রী আমাদের সাথে যোগাযোগ নেই, সে জিবিত আছে কি না আমরা জানি না। দালাল আলআমিনের সাথে যোগাযোগ করলে সে কোন উওর দেয় না। সরকারের কাছে দাবী আমার স্ত্রী কে আমাদের মাজে এনে দিন।।
আব্দুল হকের ঘরে ২টি মেয়ে রয়েছে। কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। প্রত্যেক দিন কাজ করে বাড়ীতে ফিরে আসলে মেয়েদের কান্নায় ঘরে থাকতে পারেনা। অসহায় হয়ে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের বরাবরে খোঁজ পেতে সাহায্যের আবেদন করেছেন।
এ ব্যাপারে জানতে আমির উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন.কোন উওর না দিয়ে ফোন কেটে দিলেন।।