নাটোরে মুক্তিযোদ্ধা সাব্দুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
নাটোর প্রতিনিধিঃ
নাটোর সদর উপজেলার ছাতনি ইউনিয়নের আগদিঘা গ্রামের মুক্তিযুদ্ধো মৃত গুমানি শেখের ছেলে মোঃ সাব্দুল শেখের (৮০) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এর আগে আজ শুক্রবার বিকেল সারে চারটার দিকে স্থানীয় আগদিঘা বাজারে তার স্বাভাবিক মৃত্যু হয়। পরে খবর পেয়ে সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ রনি খাতুন ও পুলিশ সদস্যরা উপস্থিত হন এবং মুক্তিযুদ্ধা খাটলিতে জাতীয় পতাকা দিয়ে মুরে দেন। সে সময় নিহতের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হয়। জেলা প্রশাসন নাটোর সদরের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদর্শন করা হয়। এ সময় গার্ড অব অনার প্রদর্শনে করেন জেলা পুলিশ।
মৃত্যু কালে দুই স্ত্রী ও ৫ সন্তান এবং অসংখ্য গুনাগ্রাহী রেখে যান তিনি। পরে নিজ গ্রাম আগদিঘা কবরস্থানে মুক্তিযুদ্ধা সাব্দুল শেখের দাফন সম্পন্ন করা হয়।