শ্রীপুরে নিজ অর্থায়নে কালভার্ট নির্মাণ চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম
মোজাম্মেল, বিশেষ প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলা গাজীপুর ইউনিয়নের উত্তর ধনুয়া সিমান্ত এলাকায় জনগণের দুর্ভোগের খবর পেয়ে নিজ অর্থায়নে কালভার্ট নির্মাণ করে দিলেন গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং আসন্ন ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আমিনুল ইসলাম। স্থানীয় সূত্রে জানাযায়, এই কালভার্টি বেঙে যাওয়ার কারণে দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পরে একপর্যায়ে স্থানীয় কিছু লোক এবিষয়ে গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আমিনুল ইসলাম কে অবগত করে। পরে আমিনুল ইসলাম নিজ অর্থায়নে কালভার্ট নির্মান করে দেয়। এবিষয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আমিনুল ইসলাম বলেন, আমি গাজীপুর ইউনিয়নের বিভিন্ন জায়াগায় উন্নয়ন মুলুক কাজ করে যাচ্ছি। আমি আসন্ন ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। আমি নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে পরিকল্পিত মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে ডিজিটাল ইউনিয়ন গড়ে তুলব এবং সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত সমাজ ও দুর্নীতিসহ সকল অপরাধ সমাজ থেকে দূর করবো ইনশাল্লাহ।