দিরাইয়ে হাওরে মিলল অজ্ঞাত লাশ
সুনামগঞ্জ থেকে গোবিন্দ দেব
সুনামগঞ্জের দিরাই উপজেলার টাংনি হাওরের বনুয়া বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুন) সকাল ১০টার দিকে টাংনি হাওরের বনুয়া বিলে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
স্থানীয় ইউপি সদস্য শফিকুর রহমান চৌধুরী জানান, পার্শ্ববর্তী গ্রামের লোকজন পানিতে ভাসমান অবস্থায় আনুমানিক ৫০ বছর বয়স্ক এক পুরুষের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি এবং তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।