ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যানের চাপায় ৩ জন নিহত।
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যানের চাপায় ট্রাক চালকসহ ৩ জন নিহত হয়েছে। আজ সোমবার (২১ জুন) ভোররাতে
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার সিডস্টোর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভোর রাতে ময়মনসিংহ গামী একটি মালবোঝাই ট্রাকের চাকা বিকল হওয়ায় ট্রাকের চালক এবং
হেলপার মহাসড়কের পাশে ট্রাক রেখে চাকা মেরামত করছে।
তাদের সাথে দাঁড়িয়ে ছিলেন ট্রাকের আরেক যাত্রী। এসময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাদের তিনজনকে চাপা দিয়ে চলে যায়।
এতে ট্রাকের চালক শাহআলম (৫০) এবং হেলপার রবিউল (২৫) ঘটনাস্থলেই মারা যান। আহত যাত্রী রাব্বি( ২৪)কে হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়।
নিহত শাহ আলম ময়মনসিংহের ফুলপুরের, রবিউল ঝালকাঠি জেলার কেফায়েত নগরের এবং যাত্রী রাব্বি ঢাকার গেন্ডারিয়া এলাকা বাসিন্দা বলে জানা গেছে।
ভালুকা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান দেশ টিভি বাংলা টেলিভিশনকে জানায়।