স্টাফ রিপোর্টার
উপজেলার গলদা পাড়া এলাকার শামসুল ইসলামের স্ত্রী এক বছর আগে স্বপনের কাছ থেকে ১ লাখ টাকা ঋন নেয়। আর এই ঋনের টাকা ব্যুরো বাংলাদেশ নামে একটি এনজিও থেকে স্বপনের নামে দেয়া হয়েছিল যা সম্পুর্ন ও-ই নারী কিস্তিতে পরিশোধ করে আসছে।মঙ্গলবার ভোর সকাল পাঁচ টার দিকে ও-ই নারীর বাসায় গিয়ে টাকা পাবে বলে দাবী করে স্বপন। এক পর্যায়ে ও-ই নারীকে ঘর থেকে টেনে হেঁচড়ে তুলে নিয়ে ঘরের খুটির সাথে বেঁধে মারধোর করে।
পরে জরুরী সেবা ৯৯৯ এ পুলিশের সহযোগিতা চাইলে এ ঘটনায় ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।ঘটনার পর থেকে অভিযুক্ত স্বপন পলাতক রয়েছে।