স্টাফ রিপোর্টার
ফিলিপিন্সের একটি সামরিক বিমান ৮৫ আরোহীসহ বিধ্বস্ত হয়েছে বলে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জানিয়েছেন। জেনারেল সিরিলিতো সোবেহানার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে বলে রয়টার্স জানিয়েছে। তিনি বলেন, বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে উদ্ধারকারী দল। তারা উদ্ধারকাজ শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি। বিমানটির ভগ্নাবশেষে আগুন ধরে গেছে আর সেখান থেকে এ পর্যন্ত অন্তত ৪০ জনকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেনারেল সিরিলিতো। অবতরণের সময় বিমানটি রানওয়ে খুঁজে পাচ্ছিল না। পরবর্তীতে অবতরণের চেষ্টা করতে থাকে এবং এটি বিধ্বস্ত হয়।