ভালুকায় বংলাদেশ মানবিক ফাউন্ডেশনের মাস্ক বিতরণ ও বৃক্ষ রোপণ।
আমিনুল ইসলাম
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মাস্ক বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
১৩ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নন্দিত প্রকল্পের, আওতায় ভালুকার রাংচাপড়ায় গৃহায়ন প্রকল্পে এ কর্মসূচি পালন করা হয়েছে।
এ সময় বাংলাদেশ মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাওঃ মতিউর রহমান বলেন, সবুজ বনায়ণ ও পরিবেশ বান্ধব দেশ গড়ার লক্ষে পরিবেশ বান্ধব সরকারের বৃক্ষ রোপণ কর্ম সুচির সাথে একাত্বতা পোষণ করে এ কর্মসূচি হাতে নিয়েছেন। বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারী নির্দেশনা মান্য করে অসহায়দের মাঝে বৃক্ষের চারা, ফলের চারা, মাস্ক বিতরণ ও সামাজিক উন্নয়ন মূলক কাজ অব্যাহত রাখবেন বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি বজলুল হক খান, ভরাডোবা ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আনোয়ার হোসেন, অধ্যক্ষ আতাউর রহমান জুয়েল মর্নিং সান স্কুল এন্ড কলেজ, বদরুল হাসান আরিফ সাংগঠনিক সম্পাদক সেচ্ছাসেবকলীগ, তাতীলীগ সদস্য সচিব মেহেদী হাসান রিফাত, ইন্জি: আতিকুল্লাহ সাধারন সম্পাদক বঙ্গবন্ধু সৈনিকলীগ, দপ্তর সম্পাদক রিদয় মন্ডল, তরুনলীগ সভাপতি আশ্রাফুল আলম ফরহাদ, আব্দুল কুদ্দুস সেচ্ছাসেবকলীগ নেতা, ইনামুল হক সুমন, সেলিম, আলমগীর, সাইদুল, রিয়াজ হুসাইন, ও অন্যান্ন নেতৃবৃন্দ।