জীবন খান
করোনা রোগীর জরুরী চিকিৎসা সেবা দিতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের তত্বাবধানে জেলা আওয়ামী লীগের অস্থায়ী চিকিৎসা ক্যাম্পে ১৫সেট অক্সিজেন সিলিল্ডার সহ চিকিৎসা সামগ্রী নিজস্ব অর্থায়নে ক্রয় করে দিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য, দানবীর ও আন্তর্জাতিক শিল্পপতি আলহাজ্ব এম এ ওয়াহেদ।
আলহাজ্ব এম এ ওয়াহেদ বলেন, মানবতার তাগিদে, করোনা রোগীর জরুরী সেবা সামগ্রী জেলা আওয়ামী লীগের অস্থায়ী চিকিৎসা ক্যাম্পে মানুষের কল্যাণে আমি এসব সামগ্রী ক্রয় করে দেই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মানুষের পাশে থাকার আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমি আগামী সপ্তাহে ডিসির মাধ্যমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সামগ্রী ক্রয় করে দিতে যাচ্ছি। ময়মনসিংহ বর্তমানে প্রচুর করোনা রোগী মারা যাচ্ছে। আমরা সবার পক্ষ হতে সরকারকে সহযোগিতা করলে অচিরেই আল্লার রহমতে আমরা এই মহামারী করোনা হতে মুক্ত হতে পারবো।
বুধবার বিকালে চিকিৎসা সামগ্রী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.মোয়াজ্জেম হোসেন বাবুলের হাতে এম এ ওয়াহেদের পক্ষে থেকে তুলে দেন জেলা যুবলীগ নেতা শামীম খোকন।