সন্তানের মুখ দেখার আগে করোনায় মারা গেলেন এক ইউপি সচিব
জগন্নাথপুর, সুনামগঞ্জ থেকে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব দিলোয়ার হোসেন (৩৫) করোনায় মারা গেছেন। ঈদের আনন্দের বদলে তাঁর বাড়িতে এখন মাতম।
পরিবারের লোকজন ও আশারকান্দি ইউপি সূত্র জানায়, দিলোয়ার হোসেন জেলার জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারের বাসিন্দা। তিনি আশারকান্দি ইউপির সচিব হিসেবে তিন বছর আগে যোগদান করেন। স্ত্রীকে নিয়ে তিনি আশারকান্দিতে থাকতেন। বিয়ের পাঁচ বছর পর তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা হলে পরিবারে আনন্দের বন্যা বয়ে যায়। এর মধ্যে ১৫ জুলাই জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তাঁর করোনা শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাতে তিনি মারা যান।
ইউনিয়ন পরিষদ সচিব সমিতির জেলা সভাপতি আবদুল গফুর বলেন, দিলোয়ার হোসেন সন্তানের আগমন নিয়ে আনন্দে ছিলেন। সেই সন্তানের জন্মের আগে তাঁর মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে।
দিলোয়ার হোসেনের ভাই সুলেমান হোসেন বলেন, স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে আজ বুধবার দাফন করা হয়। পরিবারের অন্য সদস্যরা করোনামুক্ত আছেন।
আশারকান্দি ইউপির চেয়ারম্যান শাহ আবু ঈমানী বলেন, দিলোয়ার সফলভাবে দায়িত্ব পালন করেছেন।