ত্রিশাল থানাপুলিশ টহলে কঠোর অবস্থানে
যতদিন লকডাউন থাকবে-ওসি মাইন উদ্দিন
এস এম সুজন খান, বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে করোনা ভাইরাস বৃদ্ধি ঠেকাতে মহা সড়ক থেকে শুরু করে উপজেলার প্রতিটি রাস্তা পাড়া মহল্লা, বাজার, দোকান জনবহুল স্থানে কঠোর অবস্থানে রয়েছে ত্রিশাল থানা পুলিশ।
২৩জুলাই হতে সারা বাংলাদেশ সরকারের দেওয়া কঠোর লকডাউনে ত্রিশাল থানা পুলিশ ওসি মাইন উদ্দিনের নেতৃত্বে জনসচেতনতায় ব্যাপক টহলে রয়েছেন।
শুক্রবার সকাল হইতে পৌর শহর থেকে শুরু করে ত্রিশাল উপজেলা বিভিন্ন ইউনিয়নের হাট বাজার ও সড়ক গুলোতে মানুষ যাতে গণসংযোগ না করে সে জন্য সবাইকে ঘরে থাকার পরামর্শ ও দেশের চলমান সমস্যা করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি ও মহামারী প্রতিরোধ করতে সরকারের নির্দেশ মানতে সকল শ্রেণী-পেশা মানুষের প্রতি আহবান জানান। টহলে থাকা অফিসার ইনচার্জ মাইন উদ্দিন বলেন, যতদিন লকডাউন থাকবে ততদিন আমিসহ ত্রিশাল থানা পুলিশ সব সময় মাঠে থাকবে। টহলে থাকা ওসি মাইন উদ্দিন বলেন, সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, মাস্ক ব্যবহার করুন।