ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ঃ ইষ্টওয়েষ্ট মিডিয়ার ১১ সাংবাদিকের নামে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ আয়োজিত দেশব্যাপী মানববন্ধনের অংশ হিসেবে বিএমএসএফ’র ভালুকা উপজেলা শাখা মানববন্ধন করেছে। বুধবার(২৫ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে গফরগাঁও রোডে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিএমএসএফ’র ভালুকা উপজেলা শাখার সভাপতি সফিউল্লাহ আনসারীর সভাপতিত্বে এবং বিএমএসএফ’র ভালুকা শাখার সাধারন সম্পাদক শশফিকুল ইসলাম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা মামলা প্রত্যাহারসহ সাংবাদিক নির্যাতন বন্ধের আহবান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভালুকা রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক প্রভাষক আনোয়ার হোসেন, বিএমএসএফ ভালুকা শাখার সহ-সভাপতি আবুল বাশার শেখ, যুগ্ন-সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক ও বাংলা টিভি প্রতিনিধি খোরশেদ আলম জীবন। সংগঠনের সম্পাদক মণ্ডলীর সদস্যদের মধ্যে মাইটিভি প্রতিনিধি মর্জিনা মনি, ওমর ফারুক তালুকদার, রাজু সরকার, সাহিদুজ্জামান সবুজ, হাবিব জীহাদি, তোফাজ্জল হোসেন, আলমগির মাহমুদ, আরিফুল ইসলাম আরিফ, হুমায়ুন কবির প্রমূখ মানববন্ধনে অংশগ্রহণ করেন।