মেহেরপুরে অটোভ্যানের ধাক্কায় প্রাণ হারালো শিশু
মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে অটোভ্যানের ধাক্কায় হাদিসুর রহমান(৫বছর) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত হাদিসুর রহমান সদর উপজেলার খোকসা গ্রামের জসিরুল ইসলামের ছেলে। আজ (২৪ আগস্ট) মঙ্গলবার দুপুরে খোকসা গ্রামে এঘটনা ঘটে।
স্থানীয় হাফিজুল ইসলাম জানান,সদর উপজেলার আমঝুপি বাজার থেকে একটি ব্যাটারিচালিত অটোভ্যান যাত্রি নিয়ে গাংনীর গাড়াডোব এলাকায় যাচিল। অটোভ্যানটি খোকসা গ্রামের শেখ পাড়ায় পৌঁছালে শিশু হাদিসুর রহমানকে ধাক্কা দেয়। এসময় শিশুটি মারাতœক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে নিলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচাজর্ (ওসি) শাহ দারা বিষয়টি নিশ্চিত করে বলেন, অটোভ্যানের ধাক্কায় নিহত শিশুর মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হচ্ছে। সুরতহাল শেষে মামলা হবে ।