ভালুকায় নকল আমের জুসের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান আটক ১
বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় নকল আমের জুসের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৭০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে তিন মাসের জেল।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার জামিরদিয়া ডুবালিয়া পাড়া একটি বহুতল ভবনের দ্বিতীয়তলায় ”ইশরাত ফুড এন্ড কনজুমার প্রোডাক্টস” নামে একটি কারখানায় অভিযান চালানো হয়। নকল জুস উৎপাদনের জন্য কারখানার মালিক সিদ্দিকুর রহমান (৩৮)কে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালমা ইসলাম এই অভিযান পরিচালনা করেন। এ সময় হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু সহ অভিযানে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।