ভালুকায় হবিরবাড়ী আইডিয়াল মোড়ে রাস্তা ডালাই কাজের উদ্বোধন
জীবন খান
ময়মনসিংহ -ভালুকার হবিরবাড়ী স্কয়ার মাষ্টার বাড়ীতে ডালাই রাস্তার উন্নয়ন ও সংস্কারের উদ্বোধন করা হয়েছে।১৬ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ভালুকা উপজেলার হবিরবাড়ীর স্কয়ারমাষ্টার বাড়ীর আইডিয়াল মোড়ে রাস্তাটি আনুষ্ঠানিক ভাবে ডালাই কাজের উদ্বোধন করা হয়েছে। এসময় জেলা আওয়ামী শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম,হবিরবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু,স্কয়ার গ্রুপের ডিজিএম,এনআর গ্রুপের ডিজিএম (এডমিন),বাদশা পাইনিয়ার ডিজিএম ,ইউপি সদস্য আবুল হাশেম ঢালী,সমাজ সেবক আঃ কদ্দুছ,মোঃ সাঈম হাসান শুভ,আঃ বাছির সহ স্থানীয় নেতৃবৃন্দ আরো অনেকে উপস্থিত ছিলেন।সরেজমিন গিয়ে দেখা গেছে,হবিরবাড়ীর স্কয়ারমাষ্টার বাড়ীর আইডিয়াল মোড়ে রাস্তাটি কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দে যাতায়াতের রাস্তাটি মরণ ফাদ পরিণত হয়েছে। অনেক জায়গায় রাস্তার দু’ধারের মাটি সরে গিয়ে রাস্তাগুলো ভেঙে পড়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা,ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।সামান্য বৃষ্টিতেই রাস্তাটি ডুবে যায়। দ্রুত মেরামত করা জরুরি ছিল বলে স্থানীয়রা জানান।