মেহেরপুরে সেলফি তুলতে গিয়ে প্রবল ¯্রােতে ভেসে প্রাণ গেল স্কুল ছাত্রের।
আকতারুজ্জমান, মেহেরপুর প্রতিনিধি(১৭/০৯/২০২১):
মেহেরপুর মুজিবনগর উপজেলার রতনপুর স্লুইজ গেটে দুই বন্ধু সেলফি তুলতে গিয়ে পা পিছলে নদীর প্রবল ¯্রােতে ভেঁসে নিহত হয়েছে তানজিদ আহম্মেদ উৎসব (১৭) নামের এক স্কুল ছাত্র। উৎস গাংনী উপজেলা শহরের ফজলুল হকের ছেলে। তার সাথে থাকা বন্ধু একই এলাকার স্বপনের ছেলে বোরহান (১৬ ) কে রাখা হযেছে পুলিশ হেফাজতে। মুজিবনগর থানা পুলিশ ও মেহেরপুর থেকে যাওয়া ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিখোজ উৎসকে খোঁজ না পেয়ে খুলনা ডুবুরি দলকে খবর দেন। খবর পেয়ে ডুবুরি দলের সদস্যরা ঘটনা স্থলে পৌছে নিখোঁজ উৎসবকে উদ্ধারের চেষ্টা করেন। ঘন্টাব্যাপী চেষ্টার পর নিখোজ উৎসবের মরদেহ উদ্ধার করে ডুবুরি দলের সদস্যরা।
মুজিবনগর ফায়ার সার্ভিসের সাব অফিসার সাজাহান আলী জানান, প্রচন্ড ¯্রােতে উদ্ধার কাজ বাধাগ্রস্থ হওয়ায় খুলনা থেকে ডুবুরি চাওয়া হলে সন্ধা সাড়ে ছয টার সময় ডুবুরি দল ঘঁনাস্থলে এসে নিখোঁজ হওয়া উৎস এর মরদেহ সন্ধা সাড়ে সাত টার সময় উদ্ধার করে।
মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম জানান- শুক্রবার (১৭ সেপ্টম্বর) বিকালের দিকে মেহেরপুর গাংনী থেকে উৎসব ও বোরহান নামের দুই কিশোর মুজিবনগর উপজেলার রতনপুর স্লুইজ গেটে দাড়িয়ে সেলফি তুলতে যায়। প্রবল ¯্রােতের সাথে সেলফি তোলার সময় উৎসব পা পিছলে ভৈরব নদে পড়ে যায়। এ সময় প্রবল ¯্রােতের টানে নিখোঁজ হয় তানজিদ আহাম্মেদ উৎস। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মেহেরপুর থেকে ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল পৌঁছে খুলনা ডুবুরি দলকে খরব দেয়। খবর পেয়ে খুলনা থেকে ডুবুরি দলের এশটি টিম উদ্ধার কাজ শুরু করেন। ঘন্টাব্যাপী চেষ্টার পর উৎস এর মরদেহ উদ্ধার করা হয়। ওসি আরো জানান, নিখোঁজ উৎস এবারের এসএসসি পরীক্ষার্থী। ওই দুই বন্ধু মিলে ওই স্থানে ভিডিও সেলফি তোলার অসাবধনতাবসত পা পিছলে পানিতে পড়ে যায় উৎস ।