-
- জাতীয়, ময়মনসিংহ, সারা দেশ
- ভালুকায় জমি নিয়ে বিরোধের জেরে মা’কে দা দিয়ে গলাকেটে হত্যা মামলায় ছেলে মোস্তফাকে মৃত্যুদণ্ডাদেশ। দেশ টিভি বাংলা
- আপডেট টাইম : অক্টোবর, ১১, ২০২১, ৩:১৪ অপরাহ্ণ
- 340 বার পঠিত
জীবন খান
ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে বিরোধের জেরে মা’কে দা দিয়ে গলাকেটে হত্যা মামলায় ছেলে মোহাম্মদ মোস্তফাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত মোস্তফা ভালুকা উপজেলার জামিরদিয়া ডুবালিয়া পাড়া এলাকার মৃত আব্দুর জব্বারের ছেলে। দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর সকালে জমি নিয়ে বিরোধের জেরে নিজ মা মরিয়ম বেগমকে বাড়ির উঠানে বিশ্রামরত থাকা অবস্থায় ধাঁরালো দা’ দিয়ে গলা কেটে জবাই করে ছেলে মোস্তফা। এ ঘটনায় পরদিন ভালুকা মডেল থানায় ছোট ছেলে শাহজালাল মামলা দায়ের করেন। সাতজন স্বাক্ষীর জবানবন্দী ও দীর্ঘ শুনানী শেষে আদালত এ রায় দেন। মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবি কবির উদ্দিন ভূঁইয়া এবং বাদী পক্ষের একেএম আজিজুল হক খান ও রাস্ট্র নিযুক্ত আসামী পক্ষের আইনজীবী মাসুদ তানভীর তান্না মামলাটি পরিচালনা করেন।
এই ক্যাটাগরীর আরো খবর