টঙ্গী পশ্চিম থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধিঃ
গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ দিন পলাতক থাকা হারুন উর রশিদ (৪৭) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে ১ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫,৪৪,০০০ (পাঁচ লক্ষ চোয়াল্লিশ হাজার) টাকা অর্থদন্ডের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
জানা যায় আসামীর বাড়ী
গাজীপুর সাতাইশ খরতৈল জামে মসজিদ এর নিকটস্থ গ্রামের মৃত তনু মিঞার ছেলে।
শনিবার সকালে গোপন সংবাদে টঙ্গী পশ্চিম থানাধীন সুখি নগর এলাকা থেকে এ এস আই জাবেদ ও এ এস আই আব্দুস সামাদ এর নেতৃত্বে বিশেষ অভিযানে
তাকে গ্রেফতার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম জনান, হারুন অর রশিদ সিআর সাজা ওয়ারেন্টভূক্ত।দায়রা নং-৩০৭/২০১৮ ধারা এনআই এ্যাক্ট ১৩৮। সাজার পরিমাণ এক বছর সশ্রম কারাদন্ড এবং ৫,৪৪,০০০ টাকা অনাদায়ে তিনমাস বিনাশ্রম কারাদন্ড।