ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান হাজী
বিশেষ প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাজীপুর ইউনিয়নের সকল পেশাজীবী ও ভোটারদের কাছে দোয়া চেয়েছেন হাজী আমিনুল ইসলাম।
উপজেলার বহুল আলোচিত গাজীপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে গণসংযোগ শুরু করেছেন। দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী প্রার্থীদের আলোচনা শুরু হয়েছে প্রতিটি মোড়ে মোড়ে চায়ের দোকানে!
আসন্ন গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও নৌকার মনোনয়ন প্রত্যাশী হাজী আমিনুল ইসলাম ।
জানান আমি গাজীপুর ইউনিয়নে ৯টি ওয়ার্ডের প্রত্যেকটি মানুষের সুখে-দুঃখে পাশে থাকতেই নৌকার মাঝি হতে চাই।
গাজীপুর ইউনিয়নের সাধারণ মানুষদের কাছ থেকে জানা যায়, গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধিক প্রার্থীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন হাজী আমিনুল ইসলাম।
তিনি সৎ এবং আদর্শবান একজন রাজনৈতিক কর্মী সাধারণ মানুষের পাশে থেকে সেবা দিতেই তিনি প্রার্থী হয়েছেন বলে জানা যায়। হাজী আমিনুল ইসলাম জানান আমি ১৯৯৪ সন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ততা, আমি কোনদিন কোন পদ পদবী চাইনি। আমাদের গাজীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা ইকবাল হোসেন সবুজ এমপি মহোদয়ের নির্দেশে একজন সাধারণ কর্মী হিসেবে কাজ করে আসছি। আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং আপনাদের সেবক হিসেবে পাশে থাকতে চাই ইনশাআল্লাহ।