-
- গাজীপুর, জাতীয়, সারা দেশ
- বিজয়নগরে দুইশত বছরের পুরাতন শশ্মান ভাংচুর ১ জন আটক।
- আপডেট টাইম : নভেম্বর, ১, ২০২১, ৬:৪০ অপরাহ্ণ
- 206 বার পঠিত
বিজয়নগরে দুইশত বছরের পুরাতন শশ্মান ভাংচুর ১ জন আটক।
এহসানুল হক রিপন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিতাস নদীর পাড়ে অবস্হিত চান্দুরা পশ্চিম পাড়ার দুইশত বছরের পুরাতন শশ্মানটি ৩১ অক্টোবর গভীর রাতে ভাংচুর করেছে।এই শশ্মানে চান্দুরাসহ আসপাশের গ্রামের লোকজন দাহ করতেন।এটি এই এলাকার একটি ঐতিহ্যবাহী শশ্মান।এঘটনায় পর থেকেই হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে আতংক বিরাজ করছে।পুলিশ এ ঘটনায় চান্দুরা গ্রামের সামসু মিয়ার ছেলে মুসাব্বিরকে আটক করেছে।সারাদেশব্যপী যখন সাম্প্রদায়িক হামলা বিরাজমান তখনই এই মুহুর্তে বিজয়নগরের চান্দুরা শশ্মানে ভাঙচুর করা হয়েছে।এই শশ্মানটি ভাংচুরের মুল উদ্দেশ কি কেনই বা এই শশ্মানে দুর্বৃত্ত হানা।এঘটনার খবর পেয়ে বিজয়নগর থানার ওসি মির্জাই মোহাম্মদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এব্যাপারে বিজয়নগর থানার ওসির সাথে কথা বললে তিনি জানান,আমরা প্রত্যক্ষ দর্শীদের সাক্ষীর ভিত্তিতে একজনকে আটক করেছি।এর সাথে আরো কেউ জড়িত আছে কি না তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।এ ব্যাপারে জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রদ্যুৎ রন্জন নাগ বলেন, এ ঘটনার পিছানের মুল নায়কদেরকে খুজে বের করে আইনের আওতায় আনার দাবী জানান।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি জয় শংকর চক্রবর্তী তিনি বলেন বার বার কেন আমাদের উপর হামলা আমি মুল হোতাদের খুজে বের করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করছি। জেলা হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক প্রবীর চৌধূরী রিপন বলেন বিজয়নগরের মধ্যে বার বার চান্দুরায় কেন হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার। এই শশ্মানটিতে যারা হামলা করেছে তাদের মদদ কারাদেয় তাদের খুজে বের করুন।আমি মনে করি বিজয়নগরে সংখ্যালঘুদের উপর অতীতে যাদের আশ্রয়ে এবং পশ্রয়ে হামলা ভাংচুর নির্যাতন হয়েছে এ শশ্মানের ঘটনায় তরাও জড়িত কিনা খুজে বের করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাই।
এই ক্যাটাগরীর আরো খবর
- জুলাই-আগস্ট হত্যা মামলায় কাউন্সিলর মামুন মণ্ডল গ্রেফতার
- নওগাঁয় বিএমএসএফ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা
- সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বর্তমান প্রেমিকের মৃত্যু
- ছাত্রীকে ইভটিজিং করায় যুবকের কারাদণ্ড
- জমে উঠেছে কালীগঞ্জে ঐতিহ্যবাহী ‘জামাই মেলা
- শ্রীপুরের ড্রাম ট্রাক চাপায় নিহত -১
- সাংবাদিকদের অধিকার কেবল রাষ্ট্রই নিশ্চিত করতে পারে: বিএমএসএফ খুলনা প্রতিনিধি : সাংবাদিকদের অধিকার কেবল রাষ্ট্রই নিশ্চিত করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। শনিবার ১১ জানুয়ারী বিকালে খুলনা মহানগরীর বয়রায় একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত আন্ত: জেলা বৈঠকে তিনি একথা বলেন। তিনি বলেন, গণমাধ্যম শিল্প রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আর এ শিল্পের সাথে জড়িত সাংবাদিকদের ভালো-মন্দ রাষ্ট্রেরই দেখা উচিত। কিন্তু দেশ গঠনের ৫৪ বছর পার হলেও সাংবাদিকরা যেই তিমিরে ছিলো সেই তিমিরে রয়ে গেছে। তাদের ভাগ্যোন্নয়ন ঘটেনি বরং জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি মুহূর্ত তারা দেশ, সমাজ ও রাষ্ট্রের পক্ষে কাজ করে চলছে। রাষ্ট্রযন্ত্র তাঁদের কথা ভাবছেনা। নিউনেশনের প্রবীন সাংবাদিক ইকরামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ খায়রুল আলম, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি ও বিএমএসএফের জেলা শাখার সম্পাদক মো: কামরুজ্জামান, কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান মুরাদ, কেন্দ্রীয় নেতা শাহাদাত হোসেন শাওন, কেন্দ্রীয় নেতা রহিম রানা, বাংলাদেশ বেতারের ইফফাত সানিয়া ন্যান্সি, বার্তা বাজারের খুলনা প্রধান আল মাসুম খান, নিজাম উদ্দিন স্বাধীন প্রমূখ। বৈঠকে প্রস্তাব সমর্থনের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট কমিটি খুলনা জেলা শাখার কমিটি গঠন করা হয়। কমিটিতে বাংলাদেশ বেতারের ইফফাত সানিয়া ন্যান্সিকে আহবায়ক, বাতর্তা বাজারের আল মাসুম খানকে সদস্য সচিব করা হয়েছে। বৈঠকে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দীর্ঘদিন ধরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সাংবাদিকদের কল্যাণে, অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার চৌদ্দ দফা দাবি নিয়ে কাজ করছে। বিএমএসএফের দীর্ঘ এক যুগের পথচলা ছিলো ঐতিহ্য, সংগ্রামের এবং দাবি আদায়ে কাজ করা অনেকটা সফল হয়েছে। বিশেষ করে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকার চেষ্টা করছি। বিএমএসএফ মাঠের সাংবাদিকদের সঙ্গে নিয়ে ১৪ দফা দাবি আদায়ে জেলা-উপজেলা ও কেন্দ্রে নানা ধরনের সভা, প্রতিবাদ সভা, সমাবেশ ও প্রতিবাদ সমাবেশ, চা-চক্র, ভার্চুয়াল সভা, সেমিনার, প্রশিক্ষণ, বিজয় শোভাযাত্রা ও বাৎসরিক মিলনমেলা আয়োজন, জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন , সাংবাদিকদের মূখপত্র মিডিয়া ক্যানভাস ম্যাগাজিন প্রকাশ, জার্নালিস্ট শেল্টার হোম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ গঠন করে নানা ভাবে পাশে থেকে সমন্বয়, প্রতিবাদে কাজ করার চেষ্টা অব্যাহত রেখেছে। ১০-১১-১২ জানুয়ারী খুলনা বিভাগের আওতায় ১০টি জেলায় সাংবাদিকদের সঙ্গে আন্ত:বৈঠকের মাধ্যমে বিভাগীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। আগামীকাল বিকেলে কুষ্টিয়ায় বৈঠক অনুষ্ঠিত হবে।
- ডিএমপির জ্যাকেটসহ পুলিশের ভুয়া সদস্য আটক
- গার্মেন্ট শ্রমিককে নির্যাতন, মুক্তিপণ চেয়ে ধর্মবোনকে ডেকে নিয়ে গণধর্ষণ
- গোমস্তাপুরে নার্সের অবহেলায়া শিশুর মৃত্যুর অভিযোগ, তিন নার্স সাময়িক বরখাস্ত