শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত ১
মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিতে দ্রুত গতির একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই জমিদার (৩০) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর বাজার এলাকায় আরএকে সিরামিক কারখানার সামনে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালকের বাড়ি শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকায়।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সিএনজিটির যান্ত্রিকত্রুটি থাকায় চালক সিএনজিটিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে সারাচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে থাকা সিএনজি ও চালককে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজি চালকের মৃত্যু হয়।
তিনি বলেন, কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান।