শ্রীপুরে লবলং খাল দখল মুক্ত করতে মানব বন্ধন অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক
নদীর প্রবহমানতা প্রকৃতির অপরুপ সৌন্দর্যকে নষ্ট করতে মনষ্য তৈরী নানাবিধ অপতৎপরতায় নদী নালা খালবিল তার নিজস্ব স্বকীয়তা হারাচ্ছে।
লবলং খালের পাড় সীমানা নির্ধারণ চায় নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখা, প্রতিনিয়ত প্রতিবাদ করে লবলং খালের প্রান ফেরাতে দলবদ্ধ মানব বন্ধন।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় শ্রীপুর উপজেলার মাওনা পাথারে লবলং খালের পাড়ের বৈদ্যতিক টাওয়ার নির্মানে খাল দখলের প্রতিবাদে মানব বন্ধনে বাংলাদেশ নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখা।
লবলং খাল দখলের প্রতিবাদে মানব বন্ধনে বাংলাদেশ নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি কলাম লেখক সাঈদ চৌধুরী বলেন,লবলং খালটি শ্রীপুর অঞ্চলের প্রান । এই খালটি এখন মৃত প্রায় । খালটিকে রক্ষা না করা গেলে এই অঞ্চল পুরোটাই পানির বিপর্যয়ে পড়তে পারে এক সময় । মাওনা ব্রীজের উত্তর পাশেই খালটির প্রায় অর্ধেক অংশ জুড়ে স্থাপন করা হল বৈদ্যতিক টাওয়ার । হুমকির মুখে পড়ে গেল এই খালের গতিপথ । ঠিক উল্টো পাশেই একটি ফ্যাক্টরী দুপাশ থেকে চেপে ধরেছে খালটিকে । আমরা স্থানীয় প্রশাসন, নদী রক্ষা কমিশন, জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর বরাবর এ বিষয়টি অনেকবার জানিয়েছি , স্মারক লিপি দিয়েছি কিন্তু তাতেও যেন সমাধান হলনা !
আমাদের প্রশাসনে আধুনিক ও টেকসই উন্নয়ন বোঝে, দেশ প্রেম আছে এমন লোক নিয়োগ না দিতে পারলে পরিবেশ বিষয়ক এ সমস্যাগুলো থেকেই যাবে ।
এভাবেই বক্তব্য রাখছিলেন নদী পরিব্রাজক দলের বক্তারা।
বক্তা ও সাধারণ মানুষ সবার দাবী একটাই এই খালের সীমানা নির্ধারণ করে তারপর যেন এই বৈদ্যতিক খুঁটি স্থাপন করনে পদক্ষেপ নেয়া হয় এবং এই খালের সব জায়গায় দখল মুক্ত করনে আরও জোরালো পদক্ষেপ নেয়া হয় ।
বাংলাদেশ নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলমের পরিচালনায় আরও বক্তব্য প্রদান করেন উক্ত সংগঠনের উপদেষ্টা রওশন হাসান রুবেল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক শফি কামাল, মিসকাত রাসেল, জোবায়ের আহমেদ ।