শ্রীপুরে কারখানা ব্যবস্থাপক গুলিবিদ্ধ
মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের বকুলতলা এলাকায় এম এইচ সি এপারেন্স লি. কারখানার ব্যবস্থাপক নিয়াজ মোহাম্মদ রিয়াজকে গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা ।
শনিবার (৬ নভেম্বর) রাত পৌনে এগারোটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নিয়াজ মোহাম্মদ রিয়াজ কাজ শেষে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে মাওনা ভাড়া বাসায় যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। গুলি পেটের ডান পাশে বিদ্ধ হয়ে বাম পাশ দিয়ে বের হয়ে যায় বলে জানা যায়।
পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় এলাকার লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মাওনা আলহেরা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া জানান, গুলিবিদ্ধ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে। রোগীর অবস্থা সংকটাপন্ন বলেও জানান তিনি।