রূপগঞ্জে অনিয়মের অভিযোগ এনে স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচন বর্জন
স্টাফ রিপোর্টার
দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে একযোগে চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে পাঁচটি ইউনিয়নের মাঝে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা হওয়ায় প্রার্থীদের প্রতিক বরাদ্ধের পর থেকে এখানে পর্যাপ্ত বিজিবি, র্যাব, পুলিশ গোয়েন্দা পুলিশ সহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের মোতায়ন করেছে নির্বাচন সংশ্লিষ্টরা। কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচনে চনপাড়া পুনর্বাস কেন্দ্রগুলোতে চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী এ্যাড. গোলজার হোসেনের চশমা প্রতিকের এজেন্ট না থাকা সহ বিভিন্ন অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন তিনি। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তার নিজ বাড়ি নগরপাড়া এলাকায় সংবাদ সম্মেলন করে তিনি এসব তথ্য জানান। এসময় স্বতন্ত্রপ্রার্থী এ্যাড. গোলজার হোসেন আরো বলেন ক্ষমতাশীন দলের প্রার্থীর সমর্থকরা আমার এজেন্টদের হুমকি ধামকী দিয়ে এলাকা ছাড়া করেছে। যে কয়জন এলাকায় আছে তাদেরও ভোট কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না। তাই কায়েতপাড়া ইউনিয়নের নির্বাচন স্থগিত করে পুনরায় তফসিল ঘোষনার মাধ্যমে সুষ্ঠ, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানান তিনি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ার রহমান জানান, কোন প্রার্থীর নির্বাচন করা ও বর্জনের সুযোগ রয়েছে। আমরা দেখছি, ঘটনা জেনে ব্যবস্থা নেওয়া হবে।।