শ্রীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে আটজন কে অর্থদন্ড!
মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৮ জনকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় সকাল ১১টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুন্নাহার রিতার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় বসত বাড়িতে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে আট জনকে ২ লক্ষ ৯ হাজার ৫শ টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাজেন্দ্রপুর, সাটিয়াবাড়ী, ধলাদিয়া, শ্রীপুর এলাকাসহ ৫টি পয়েন্টে আড়াই কিলোমিটারের পাইপ লাইনের ৫শ মিটার পাইপ লাইন অপসারণ সহ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।
এছাড়াও চুলাসহ বিভিন্ন পাইপ, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। ফলে প্রায় ৫শ টি বাড়ীর আনুমানিক ১ হাজার অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানকালে গাজীপুর তিতাস গ্যাসের (জোবিঅ-গাজীপুর) ব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস, প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ (রাজস্ব)-উপব্যবস্থাপক প্রকৌশলী, আসাদুজ্জামান আজাদ ও আমিরুল ইসলাম, প্রকৌশলী, কে. এইচ. ফয়সাল আহমেদ, প্রকৌশলী জাবের নুরানী ও সাব্বির আহম্মেদ, (রাজস্ব)-সহকারী ব্যবস্থাপক আমজাদ হোসেন, (প্রশাসন ও সেবা) গোলাম হোসেন, সহকারী কর্মকর্তা ইকবাল হোসেন চৌধুরী ও অন্যান্য কর্মকর্তা সহ টেকনিক্যাল টিম এবং পুলিশ ও আনসার ব্যাটলিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।