গাজীপুরের শ্রীপুরে ফার্মেসী ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
মোঃ আব্দুল বাতেন বাচ্চু
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে ফার্মেসী ব্যবসায়ী হাবিবুর বাশার (৩৪) নামের একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ পুলিশ।
সে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের খায়রুল প্রধানের ছেলে। রবিবার (৫ ডিসেম্বর) বেলা ১১ টায় স্থানীয় কে এন উচ্চ বিদ্যালয়ের পাশে পন্ডিতের ভিটার নিচু জমিতে বয়রা গাছ থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। কাওরাইদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, হাবিবুর বাশার প্রায় ৩/৪ বছর যাবত কাওরাইদ বাজারে ফার্মেসীর ব্যবসা করে আসছেন। শনিবার (৪ ডিসেম্বর) রাত ১০ টায় হাবিবুর বাড়িতে না ফিরলে তার বাবা বাজারে এসে দোকানের সাটার খোলা পান। এসময় তার বাবা হাবিবুরকে ফোন দিলে সে ফোন রিসিভ করেনি। পরে মধ্য রাত ১২ টা পর্যন্ত দোকানে অপেক্ষা করে তার বাবা দোকান বন্ধ করে বাড়ীতে চলে আসে। রবিবার (৫ ডিসেম্বর) সকালে স্থানীয় এক পাগল গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বাজারের লোকদের জানায়। ঝুলন্ত লাশের সংবাদ পেয়ে হাবিবুরের বাবা এসে ছেলের লাশ শনাক্ত করেন।
ইউপি সদস্য নুরুল ইসলাম আরো জানান, তার ঘরে স্ত্রী, ৫ বছরের ছেলে আদিব এবং ৩ বছরের মেয়ে তাসফিয়া রয়েছে। গত কয়েকদিন যাবত স্ত্রী তার বাবার বাড়ীতে অবস্থান করছে। পারিবারিক ছোটখাটো বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ ছিল।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস আই) কামরুল হাসান জানান, লাশের গায়ে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
শ্রীপুর থানার ওসি তদন্ত মোঃ. মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পোসমাডাম রিপোর্ট আসলে সঠিক তথ্য জানা যাবে।