গাজীপুরে পাঁচ হাজার আটশ পচিশ পিস ইয়াবা সহ দুই ব্যবসায়ী আটক করেছে র্যাব-১
মোজাম্মেল সরকার শ্রীপুর গাজীপুর প্রতিনিধি:
২৯/১১/২০২১ ইং রোজ সোমবার রাত ৭ টা ৩০ মিনিটে রেব ১/র্স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্প। গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন আমতলী কেরানীরটেক বস্তি এলাকা থেকে ৫৮২৫( পাঁচ হাজার আটশ পচিশ) পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকর গ্ৰেফতা করা হয়েছে
পোড়াবাড়ি র্যাব-১, স্পেশালাইজড কোম্পানি,পোড়াবাড়ি ক্যাম্প,গাজীপুরের একটি অভিযানিক দলের গােপন সংবাদের জানতে পারেন যে মাদক ব্যবসায়ী জিএমপি গাজীপুর এর টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পশ্চিম পাড়া সাকিনস্থ রানীর বাড়ির সামনে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছিল।
এই সংবাদ পেয়ে র্র্যাব ১. এর একটি আভিযানিক টিম জিএমপি গাজীপুর, এর টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পশ্চিম পাড়া সাকিনস্থ রানীর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর পৌছানোর পর মাদক ব্যবসাযীরা র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানাের চেষ্টা করলে হাতে নাতে মাদক সহ গ্রেফাতার করেন দুই ব্যবসায়ীকে।
১। সুমাইয়া আক্তার রানী (৪০), স্বামী- মােঃ আলাউদ্দিন, পিতা-মৃত বাবুল খা, মাতা- আমেনা বেগম এবং বেবী, স্থায়ী সাং- আমতলী কেরানীর টেক, মরকুন পশ্চিম পাড়া, থানা- টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর, ২। মােঃ রাহুল (২১) পিতা-মােঃ কাইয়ুম, মাতা- সুমাইয়া আক্তার রানী, স্থায়ী সাং-দূর্গাপুর, থানা- আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়িয়া, বর্তমান ঠিকানা- আমতলী কেরানীরটেক, মরকুন পশ্চিম পাড়া, থানা- টঙ্গীদ্বয়কে গ্ৰেফতার করেন।
পালানাের কারন জিজ্ঞাসা করলে তারা বলেন তাদের কাছে, অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করেন তারা।
তখন সেখানে উপস্থিত সাক্ষীদের সমনে আসামীদের কাছে থাকা ৫৮২৫ (পাঁচ হাজার আটশত পঁচিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং ৩ (তিন) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আসামীদের জিজ্ঞাসাবাদে আরাে জানায় যে, তারা দীর্ঘদিন যাবত টঙ্গী পূর্ব থানা এলাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় নিজ হেফাজতে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রাখে ক্রয় বিক্রয় করে আসছে তারা
গ্ৰেফতাকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে বলে জানান,প্রশাসন।
স্বাক্ষরিত
মেজর এ এস এম মাইদুল ইসলাম
কোম্পানি কমান্ডার
র্যাব-১, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর