মোঃ আব্দুল বাতেন বাচ্চু
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ইউপি নির্বাচনে গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে আসাদুজ্জামান কে মেম্বার হিসাবে দেখতে চায় এলাকার সাধারণ জনগণ। জানা যায়,২নং গাজীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গাজীপুর গ্রামের প্রয়াত সিরাজুল হক (রিলিফ চেয়ারম্যান) এর ছেলে আসাদুজ্জামান মেম্বার পদপ্রার্থী হিসেবে এলাকার সকল ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।
তিনি সব সময় সাধারণ মানুষের কথা ভাবেন এবং দীর্ঘদিন ধরে ৭ নং ওয়ার্ডের জনগণের সেবা করে আসছেন। তিনি মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ সহ এলাকার সকল অপরাধমূলক কাজকে নির্মূলের প্রচেষ্টায় বহুমুখী সামাজিক ভালো কাজ করেছেন।
ভোটাররা ভাবছেন কে হবে আগামী দিনের মেম্বার? কোন প্রার্থীর চরিত্র কেমন? জনসেবায় কার কী অবদান? জনসাধারণ মানুষের জন্য কার কত ত্যাগ!
এলাকার সাধারণ মানুষের কাছথেকেই জানা গেছে, আসাদুজ্জামান ইউপি সদস্য হিসেবে যোগ্যতা সম্পন্ন একজন মানুষ মনে করছেন ওয়ার্ডবাসী।
৭নং ওয়ার্ডের গণমানুষের গ্রহণযোগ্যতা অর্জনকারী হিসেবে তিনি মেম্বার পদে বিজয় হবে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, আসাদুজ্জামান একজন সহজ-সরল ভাল মনের মানুষ। তিনি এলাকার মানুষের উপকার করে আসছেন সবসময়। তিনি যেকোন মহামারী-দূর্যোগে-আপদে-বিপেদে জনসাধারণ ও ভুক্তভোগীদের পাশে এসে দাঁড়ান।
মেম্বার প্রার্থী আসাদুজ্জামান বলেন এলাকাবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে মেম্বার পদে নির্বাচিত করেন,তাহলে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ৭নং ওয়ার্ডে অব্যাহত রাখবো-ইনশাআল্লাহ্ মেম্বার প্রার্থী আরো বলেন
আমি মেম্বার নয় জনগণের সেবক হতে চাই।