মোঃ আব্দুল বাতেন বাচ্চু
নিজস্ব প্রতিবেদক:
শ্রীপুরের গাজীপুর ইউনিয়নে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাদ্দাম গ্রেফতার দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসা করে আসছে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাদ্দাম হোসেন।
১২ বছর পূর্বে বরিশাল জেলা থেকে এসে গাজীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের
গাজীপুর গ্রামে বসবাস করতে থাকে আলাল উদ্দিন এর ছেলে সাদ্দাম হোসেন।
সাদ্দাম হোসেন প্রথমে স্থানীয় হোটেল এবং বেকারি, সর্বশেষ ওয়াইফাই এর লাইনম্যান হিসাবে কাজ করতো।
১৩ ডিসেম্বর সকাল ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর নতুন বাজার এলাকা থেকে এ এস আই খোরশেদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ২০ পিছ ইয়াবা সহ আটক করে।
৮নং ওয়ার্ডের মেম্বার শাহাবুদ্দিন ঢালী জানান, মাদকের সাথে জড়িত থাকার তথ্য পাওয়ায় সামাজিকভাবে অনেকবার নিষেধ করা হয়েছে, পাশাপাশি মাদকের বিরুদ্ধে যুব সমাজকে রক্ষার জন্য সামাজিক আন্দোলনের পক্ষে কাজ করছি।
গাজীপুর বাজার ওয়েবলিং কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জানান,সাদ্দাম মাদকাসক্ত জানার পরেই তাকে আমার প্রতিষ্ঠান থেকে চাকরীচ্যুত করি।
এসময় স্থানীয় লোকজন কবির তালুকদার সহ অনেকেই উপস্থিত ছিলো।
এস আই খোরশেদ জানান,২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সাদ্দাম হোসেন নামের মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করা হয় আইনগত ব্যবস্থার জন্য মামলার প্রস্তুতি চলছে।
মাওনা পুলিশ ক্যাম্পের( আইসি) জাফর মোল্লা জানান সাদ্দাম অনেকদিন আগে থেকেই মাদক সেবন এবং ব্যবসা করে আসছে আরো কয়েকবার তাকে ধরার জন্য গিয়েছি দৌড়ে পালিয়ে গিয়েছিল আজ ২০ কি ইয়াবা
সহ আটক করা হয়েছে
মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।