মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নিজমাওনা মেকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গত ১৩ ডিসেম্বর সোমবার বিকাল ৪ ঘটিকার সময় পারিবারিক কলহের জেরে নাজমুল (২২)নিজ বাড়ির দক্ষিণ পার্শ্বের টিনশেড ঘরের সিলিং ফ্যান এর সাথে গলায় মায়ের ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে ।
দরজা বন্ধ দেখে নাজমুলের মা নার্গিস বেগম ডাক চিৎকার করিলে আস পাশের বাড়ির লোকজন এসে থানায় খবর দেয় ,খবর পেয়ে মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাফর মোল্লা ঘটনাস্থলে আসেন।
এলাকাবাসী সূত্রে জানা যায় নাজমুল (২২)পিতাঃ মৃত বাদশা মিয়া নিজ মাওনা মেকার পাড়া এলাকার বাসিন্দা ।
নাজমুলের পিতা মৃত: বাদশা মিয়া আট বছর আগে মারা গেলে নাজমুলের দুঃসম্পর্কের মামা আলী হোসেন তাদের বাড়িতে বিভিন্ন সময় আসা-যাওয়া করত আসা-যাওয়া কে কেন্দ্র করে নাজমুলের সন্দেহ হলে আলী হোসেনকে বাড়িতে আসতে নিষেধ করলে আলী হোসেন সহ নাজমুলের নানা সাবেদ আলী, মামা আজিদ, মামা আলামিন, বাড়ির উঠানে পেয়ারা গাছের সাথে বেঁধে মারধর করে এই কষ্ট সইতে না পেরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন বলে এলাকাবাসীর দাবি।
নাজমুলের চাচা আনোয়ার হোসেন জানান আমার ভাতিজাকে মারধোর করাতে জেদ করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে
আমি এর বিচার চাই নাজমুলের ছোট চাচা আক্তার হোসেন জানান নাজমুলের মায়ের সাথে আলী হোসেনের পরকীয়ার জেরে এ ঘটনা ঘটতে পারে আমরা এর বিচার চাই।
মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ জাফর উল্যা
জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।