নিজস্ব প্রতিবেদক:
ভৈরবে মালবাহী ট্রেন থেকে ৫০ কেজি গাঁজাসহ ৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১১ টায় ভৈরব রেলওয়ে স্টেশনে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ৬০১ নং ট্রেনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এনিয়ে একই মালবাহী ট্রেন থেকে তিনবার মাদক উদ্ধার হলো।
ভৈরব রেলওয়ে পুলিশ সুত্রে জানা যায়, বুধবার রাতে ভৈরব রেলওয়ে স্টেশনে প্লাটফর্মে চট্রগ্রাম – ঢাকাগামী মালবাহী ৬০১ নং ট্রেনের বগিতে রেলওয়ে পুলিশ তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এসব মাদক দ্রব্য একটি চক্র নিয়মিত সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে বলে অভিযোগ রয়েছে। তবে উদ্ধারকৃত মাদকদ্রব্যের কোন মালিক খুঁজে পাওয়া যায়নি। এর আগেও৯ ডিসেম্বর বৃহস্পতিবার মালবাহী ট্রেনের বগি থেকে সাড়ে ১৪ কেজি গাঁজা ও ১৪ ডিসেম্বর মঙ্গলবার একই মালবাহী ট্রেনের বগি থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করে।এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদাউস আহমেদ বিশ্বাস জানান, এই পর্যন্ত তিনবার একই মালবাহী ট্রেনে পরিত্যক্ত অবস্থায় মাদক দ্রব্য গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে মাদক দ্রব্যের সংশ্লিষ্ট কোন অপরাধীকে আটক করা যায়নি। ধারণা করা যাচ্ছে মালবাহী ট্রেনে মালামাল বহন করা হয়, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর নজর কম থাকে সেজন্যই একটি চক্র মালবাহী ট্রেনে মাদক দ্রব্য পাচার নিরাপদ মনে করে। তবে এই চক্রটিকে সনাক্ত করতে রেলওয়ে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।