মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার আসন্ন মাওনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাওনা ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তরুণ সমাজ সেবক, গরিব দুঃখী মানুষের বন্ধু মো. শরীফুল ইসলাম সরকার। এলাকার উন্নয়ন ও জনগণকে সেবা দ্বারা ১নং ওয়ার্ডকে এগিয়ে নিতে চান এই মেম্বার প্রার্থী।
এই মেম্বার প্রার্থী বলেন, আগামী দিন গুলোতে এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, মাদকমুক্ত ও শিক্ষিত সমাজ হিসেবে গড়ে তুলতে চাই। খেলাধুলার সুযোগ সুবিধা বৃদ্ধি করে যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে চাই। বেকারত্ব দূরীকরণে আমি সকলকে সাথে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আধুনিক ওয়ার্ড গড়ে তুলবো মাওনাকে।
এলাকাবাসী বলেন, একজন আদর্শ প্রার্থীর যেসব গুণাবলী, আচার -আচরণ, মানুষের প্রতি আন্তরিকতা, মানবতা, যোগ্যতা এবং গুণাবলী প্রয়োজন,তা সব গুলো বিদ্যামান আছে শরীফ সরকারের। তাই তাকে সামনের নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করবে সাধারণ মানুষ এমনটাই
প্রত্যাশা করছেন।
১নং ওয়ার্ডের ভোটারদের দাবি ইউপি নির্বাচনে শরীফ সরকার একজন যোগ্য প্রার্থী। তিনি নির্বাচিত হলে ওয়ার্ডের দ্রুত উন্নয়ন হবে বলে আমরা মনে করি।
মেম্বার প্রার্থী আরো বলেন
আমি মেম্বার নয় জনগণের সেবক হতে চাই।