মোঃ আব্দুল বাতেন বাচ্চু
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ১৮ ডিসেম্বর বেলা ১১ ঘটিকার সময় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় ।
১নং মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমানের সঞ্চালনায়
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
গাজীপুর জেলা আ.লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও গাজীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ
এ সময় শ্রীপুর উপজেলা চেয়ারম্যান এড.সামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, পৌর আ.লীগ সভাপতি নূরে আলম মোল্লা, মাওনা ইউনিয়ন আ.লীগের সভাপতি আইয়ুব হাসান ভূইয়া, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মাওনা ইউনিয়নের নৌকা প্রতিকপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম খোকন, ২নং গাজীপুর ইউনিয়নের নৌকা প্রতিকপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী আজহার হোসেন তালুকদার, গাজীপুর ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহিদ, গাজীপুর জেলা পরিষদের সদস্য রাশিদা খন্দকার সহ গাজীপুর জেলা আ.লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও উপজেলা আ.লীগের উপস্থিত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা বক্তব্যে বলেন ১৬ ই ডিসেম্বর বিজয়ের মাস তাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অর্জন হয়েছিল সেই সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
আত্মার মাগফেরাত কামনা করেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী জানুয়ারি সফল ও সার্থক করে তুলতে নেতাকর্মীদের কে সকল হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে মাঠে কাজ করতে হবে বলে বক্তারা বলেন ।
শ্রীপুর উপজেলার সহ মাওনা ইউনিয়ন ও গাজীপুর ইউনিয়নের আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ,ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।