গাজীপুর জেলা প্রতিনিধি:
ভুয়া পুলিশ রেপ পরিচয় দিয়ে গাজীপুর চৌরাস্তায় চাঁদাবাজি করতে এসে আটক হয় ।
১৮ ডিসেম্বর রাত ৯.৩০ ঘটিকার সময় চান্দনা চৌরাস্তা থেকে মো. বাবলু (২৮),পিতাঃ মোঃ দেলোয়ার হোসেন গ্রামঃ ফোমগাও দক্ষিণপাড়া থানা- মনোহরগঞ্জ, জেলা- কুমিল্লা, বর্তমান ঠিকানা সাং- ভোগড়া বাবু সরকারের বাড়ির ভাড়াটিয়া), থানা- বাসন, জিএমপি গাজীপুর মহানগর। পলাতক আসামি মিজান (২৫) সহ অজ্ঞাতনামা ২/৩ তিনজন আসামি কে নিয়ে নিজের ভুয়া পুলিশ পরিচয় দিয়ে গত তিন-চার মাস যাবত চান্দনা চৌরাস্তায় বিভিন্ন ফল বিক্রেতা ও হকারের নিকট থেকে প্রতিদিন ১০০ টাকা করে চাঁদা উত্তোলন করে আসছে কয়েকদিন যাবত উপরোক্ত আটককৃত আসামি তার সঙ্গী দের কে নিয়ে চান্দনা চৌরাস্তা হকারের নিকট প্রতিদিন, ২০০ টাকা হারে চাঁদা দাবি করে হকাররা আসামির দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ১৮ ডিসেম্বর রাত অনুমান ০৯ টা ৩০ ঘটিকায় সময় বাসন থানাধিন চান্দনা চৌরাস্তা অনুপম সুপার মার্কেটের সামনের রাস্তার পাশে ফল বিক্রি করার সময় উপরোক্ত আসামিসহ তার সঙ্গীয় অন্যান্য আসামি ফল বিক্রেতা মো. রতন (৩৮) পিতা সিদ্দিকুর রহমান এর নিকটে ৫০০০ টাকা চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকার করায় তাকে গুলির ভয় দেখায় আটককৃত আসামি তার পকেটে হতে খেলনা পিস্তল বাহির করিয়া পিস্তল দিয়ে ভয় দেখায় ফল বিক্রেতার মোহাম্মদ রতনের কাছ থেকে ২৫০০০ হাজার টাকা চাঁদা দাবি করে, আসামির দের আচরণ কথাবার্তা ফলবিক্রেতা দের সন্দেহ হলে ফলবিক্রেতা রতন চিৎকার করিয়া আশেপাশের লোকজন এগিয়ে আসতে দেখিয়া উপরোক্ত আটককৃত আসামিসহ তার সঙ্গীয় অন্যান্য আসামি দৌড়ে পালানোর চেষ্টা করলে লোকজনের সহায়তায় আটক করিয়া চৌরাস্তা এলাকায় টহলরত বাসন থানা পুলিশ সংবাদ দিলে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামি দের কে হেফাজতে নেয় এবং আসামির নিকট হইতে একটি খেলনা পিস্তল কয়েকটি ভিজিটিং কার্ড একটি মোবাইল ফোন পুলিশের ব্যবহৃত একজোড়া জুতা এবং আদায় কৃত ২৫০০ টাকা উদ্ধার করেন, পরবর্তীতে ফলবিক্রেতা রতন সহ অন্যান্য ভুক্তভোগীরা থানায় হাজির হয় লিখিত অভিযোগ দায়ের করেন থানায় মামলা নং ০৪- ১৯-১২-২১ ধারা ১৭০/৩৮৫/৩৮৬/২৪ উক্ত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন ।