মোঃ আব্দুল বাতেন বাচ্চু
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ধারী দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১ এর পূর্বাচল ক্যাম্পের সদস্যরা।
র্যাব জানিয়েছে, উপজেলার নাগরী ইউনিয়নের গলান বাজারের সাব্বির (২৪) নামের এক তেল-গ্যাস ব্যবসায়ীকে জোর করে সিএনজি অটোরিকশায় তুলে তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল মোন্নাফ (২৮) ও সাইদুল ইসলাম (২৫)। এসময় তাদের কাছ থেকে দুটি পুলিশ আইডি কার্ড, একটি হাতকড়া, দুটি মোবাইল ফোন জব্দ করে র্যাব।
শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে গ্রেফতার কৃত দুজনকে আদালতে পাঠানো হয়েছে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান।এর আগে গত শুক্রবার রাতে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা (১৫(১২)২১) দায়ের হয়।
জানা গেছে, গ্রেফতার মোন্নাফ পাবনার ভাঙ্গুড়া থানার হাট উধুনিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশে নায়েক হিসেবে কর্মরত। আর সাইদুল বরিশাল জেলার কাউনিয়া থানার চর আইচা এলাকার কামাল হোসেনের ছেলে। তিনি ঢাকা রেঞ্জের রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ কনেস্টবল হিসেবে কর্মরত। অন্যদিকে ভুক্তভোগী সাব্বির নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার জাহাঙ্গীর পূর্বপাড়া এলাকার মৃত জামালের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের গলান বাজারে গ্যাস ও তেলের ব্যবসা করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে দুই পুলিশ সদস্য গলান বাজারের সাব্বিরের দোকানে গিয়ে তাকে জিজ্ঞেস করে তোমার দোকানে কিছুক্ষণ আগে বড় কোন গাড়ি থেকে মালামাল দিয়েছে কিনা? সে সময় সাব্বির তাদের জানায় কোন গাড়ি এসে মালামাল দেয়নি।
পরে দোকান থেকে সাব্বিরকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে তার সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। এসময় স্থানীয়রা দোকানের সামনে জড়ো হয়ে দু’জন ভুয়া ডিবি আটক হয়েছে বলে চিৎকার করতে থাকে।
ঘটনাস্থলের পাশে থাকা র্যাব-১ এর পূর্বাচল ক্যাম্পের একটি টহল টিমের কাছে সহায়তা চাইলে স্থানীয়দের সহায়তায় ওই দু’জনকে আটক করে র্যাব সদস্যরা। এ সময় আটক দু’জনকে র্যাব সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের পুলিশ পরিচয় প্রকাশ করে।
এসময় পূর্বাচল তিনশ ফিট হুমু মার্কেটের তেলের দোকানের মালিক ফয়সাল এসে র্যাব সদস্যদের জানায়, গত ৭ ডিসেম্বর রাত ১১টার দিকে অভিযুক্ত দুই পুলিশ সদস্য তার দোকান থেকে তাকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে গাউছিয়া নিয়ে যায় এবং তার সঙ্গে থাকা ৬ হাজার ৫’শ টাকা ছিনিয়ে নিয়ে তাকে সিএনজি থেকে নামিয়ে দেয়।
এছাড়াও একই সময় পূর্বাচল ২১ নাম্বার সেক্টরের লালমাটিয়া বশুরামপুর এলাকার ওমর আলীর তেলের দোকানের কর্মচারী রকিবুল হোসেন র্যাব সদস্যদের জানায় গত ৯ ডিসেম্বর তার দোকানের সামনে ওই দু’জন এসে নিজেদের ডিবি পরিচয় দিয়ে তার দোকানে তল্লাশি করে। সে সময় দোকানে কিছু না পেয়ে জোরপূর্বক তাকে জিএনজিতে উঠিয়ে গাউছিয়া নেয়ার পথে তার সঙ্গে থাকা ৯ হাজার ১৮০ টাকা ছিনিয়ে নিয়ে তাকে কালাদি তিন রাস্তার মোড়ে নামিয়ে দেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব সদস্যদের কাছে গ্রেফতাররা গত ৭, ৯ ও ১৬ ডিসেম্বরের ঘটনার কথা স্বীকার করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) কায়সার আহমেদ জাগো নিউজকে বলেন, দুই পুলিশ সদস্যকে গ্রেফতারের ঘটনায় মামলা দায়ের হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।