নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে পুলিশের বাঁধায় তারেক মনোয়ারের ইসলামী মহাসম্মেল পন্ড হয়ে গেছে। গতকাল শনিবার বাদ আসর থেকে চলছিল যথারীতি সম্মেলনের কাজ। প্রধান বক্তা হিসাবে সম্মেলনে বক্তব্য রাখার কথা ছিল- ইংল্যান্ডের দক্ষিন লন্ডনের জামে মসজিদের খতীব আল্লামা তারেক মনোয়ারের।
রাত পৌনে ৯ টার দিকে পুলিশের বাধায় ওই সম্মেলন বন্ধ হয়ে যায়। এতে মাহফিলে দুর দুরান্ত থেকে আসা ও স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এমন ঘটনা ঘটেছে শনিবার রাতে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দূর্লভপুর মধ্যপাড়া গ্রামের বাইতুল ঈমান জামে মসজিদ ও তাহফিজুল কোরআন ইসলামীয়া মহিলা মাদরাসায়।
জানা যায়, শনিবার বাদ আসর থেকে ওই মাদরাসা সংলগ্ন মাঠে ইসলামী মহাসম্মেলনের কাজ চলছিল। এতে সভাপতি ছিলেন উপজেলার বরমী জামিয়া আনোয়ারিয়া মাদরাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আশেকে মুস্তফা, প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য মো: আ: লতিফ শেখ। বাদ আসর থেকে সম্মেলনে বক্তব্য রাখছিলনে- বিভিন্ন উলামায়ে কেরাম। রাতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখার কথা ছিল ইংল্যান্ডের দক্ষিন লন্ডন জামে মসজিদের খতীব তারেক মনোয়ারের। সম্মেলনে বিকাল থেকে হাজার হাজার জনতা অংশ নেয়। রাত পৌনে ৯ টার দিকে পুলিশ প্রশাসনের নির্দেশে সম্মেলনের কার্যক্রম স্থগিত করা হলে সম্মেলনটি পন্ড হয়ে যায়। এতে সম্মেলনে আগত মুসল্লিদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
দূর্লভপুর মধ্যপাড়া বাইতুল ঈমান জামে মসজিদের ফেসবুক পেইজে, রাতে একটি পোষ্ট দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, “আসসালামু আলাইকুম। অত্যন্ত দুখের সাথে জানাচ্ছি যে, শ্রদ্ধেয় আল্লামা তারেক মনোয়ার সাহেব দূর্ভপুর বায়তুল ঈমান জামে মসজিদে ওয়াজ করতে পারেননি। শ্রদ্ধেয় আল্লামা তারেক মনোয়র সাহেব ওয়াজ করার জন্য আনুমানিক বিকাল ৩.৩০ মিনিটের দিকে দূর্ভপুর গ্রামে আসেন এবং স্থানীয় বাড়ীতে অবস্থান করেন। সুন্দর ভাবে মাহফিলটি করার জন্য সকল প্রস্তুতি ছিল। গত এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে এই ওয়াজ মাহফিলটি আয়োজন করা হয়েছিল। কিন্তু কেন উনি ওয়াজ করতে পারলেন না বা উনাকে ওয়াজ করতে দেওয়া হলো না সেই প্রশ্ন আমাদের সবারই। মহান আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করা ছাড়া আর হয়তো কিছুই করার নাই। নিশ্চিই আল্লাহ উত্তম সমাধানকারী”।
দূর্লভপুর মধ্যপাড়া গ্রামের বাইতুল ঈমান জামে মসজিদ এর সভাপতি আলফাজ হোসেন স্বপন জানান, যথারীতি সম্মেলের কাজ চলছিল রাত পৌনে ৯ টার দিকে পুলিশের নির্দেশে সম্মেলনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তারেক মনোয়ারকে মঞ্চে আসতে দেওয়া হয়নি।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও আ: লতিফ শেখ জানান, হুজুর সরকার বিরোধী বক্তব্য দিয়ে থাকেন। প্রশাসনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উষ্কানিমূলক বক্তব্যের আশংকায় সম্মেলনটি বন্ধ করে দেয়া হয়।
বরমী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো: রনি জানান, শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ফোন করে সম্মেলন পরিচালনা কমিটির সাথে কথা বলে সম্মেলনের কার্যক্রম বন্ধ করে দেন।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া জানান, তারেক মনোয়ারের বক্তব্যে এলাকায় আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে সম্মেলনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।