নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে মাদকদ্রব্য ইয়াবাসহ তিন জনকে গ্রেফ তার করেছে শ্রীপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের ফাইজ উদ্দিনের ছেলে লালু মিয়া, জাহাঙ্গীরপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে মোস্তফা, একই এলাকার হাসেন মিয়ার ছেলে উমর ফারুক।
রবিবার বিকাল পৌঁনে পাঁচটার দিকে শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া থেকে ইয়াবা বিক্রির সময় ওই তিন জনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে তল্লাশি করে ১২০ পিস ইয়াব উদ্ধার করা হয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই তিন মাদক কারবারি কে আটক করা হয়।সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা নিয়ে আদালাতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।