শ্রীপুর, গাজীপুর, প্রতিনিধি:
ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন হাসনা হেনা (৬০)। পথে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা উল্টে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেয়ার পথে বুধবার (২২ ডিসেম্বর) রাতে তার মৃত্যু হয়।
দুর্ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাপাসিয়া-শ্রীপুর আঞ্চলিক সড়কের পটকা গ্রামের আবুল হাসেম শেখের বাড়ির উত্তর পাশে। নিহত হাসনা হেনা পাশ্র্ববর্তী কাপাসিয়া উপজেলার সিংহশ্রী গ্রামের মো.হাজিদ আলীর স্ত্রী।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, হাসনা হেনা সোমবার (২০ ডিসেম্বর) উপজেলার পটকা গ্রামে নাতিন তোফাজ্জল হোসেনের বাড়িতে বেড়াতে আসেন। বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে অটোরিকশায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে প্রোষ্টার অ্যাপারেলস্ নামক পোশাক কারখানার পণ্যবাহী দ্রুতগতির কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ড-১৪-২১০৪) অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাটি রাস্তা থেকে ছিটকে নিচে পড়ে যান।
এসময় অন্য আরও একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত অটোরিকশার উপর পড়ে যায়। এতে হাসনা হেনা সহ যাত্রীরা আহত হন। গুরুতর আহত হাসনা হেনাকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেয়ার পথে বুধবার সন্ধ্যা রাতে তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো.উজ্জল হোসেন জনান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের স্বজনদের দাবির প্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়। কাভার্ড ভ্যানটি আটক আছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।