বাবার কোল থেকে নদীতে হারিয়ে যাওয়া তাবাসসুমের খোঁজ মিলল গণকবরের মাঠে
স্টাফ রিপোর্টার
ঢাকা থেকে স্ত্রী-সন্তান নিয়ে বৃহস্পতিবার অভিযান-১০ লঞ্চে করে গ্রামে ফিরছিলেন হাফেজ তুহিন। লঞ্চে যখন আগুন লাগে তখন প্রাণ, বাঁচাতে আ,,ড়াই বছরে,র শি,শুসন্তা,ন তাবাসসুমকে নিয়ে স্ত্রীর হাত ধরে, নদীতে, দেন। কি,ন্তু তীরে এসে দেখেন সন্তান কোলে নেই। কখন যে হাত ফসকে নদীতে নি,রুদ্দেশ হয়ে গেছে মেয়ে, তা টের পাননি বাবা। তুহিন বরগুনার পাথরঘাটা উপ জেলা র কালমেঘা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের, বাসিন্দা। নিখোঁ জ হওয়ার প,র থে,কে সন্তানের খোঁজে কখনো হাসপা তাল কখনো-বা নদীতীরে ছুটে যাচ্ছে,ন তুহিন ও তার স্ত্রী। কথা বলার শক্তি নেই তাদের।শুক্রবা,র সকা ল. থেকে শনিবার সকাল পর্যন্ত শিশু তাবাসসুমকে কোথাও খুঁজে, না পেয়ে অব,শে,ষে বরগু,না সদর হা সপাতা লের মর্গে, এসে, তাবা,সসু,মের, খোঁজ নেন স্বজনরা। সেখানে এসে জানতে পারেন,শনাক্ত না হওয়া, মরদেহ,গুলো, বর,গুনা,র সার্কি,ট হাউস মাঠে জানা,জা দিয়ে সদরের পোটকা,খালীতে দাফ,নে,র জন্য নেওয়া হয়েছে। সে,খানে, গণক,বর দেওয়া হবে। এ খ,বর শুনে, তারা দৌড়ে সেখানে যান। কফিন থেকে শ,নাক্ত ক,রেন শিশু তাবাসসুমের ম,রদেহ। তখ,ন কা,ন্নায় ভে,,ঙে পড়েন তারা।লাশ, শনাক্ত, হওয়ার বিষয়টি বরগুনা জেলা প্রশাস,ক হাবিবুর রহমান, জানার পরে, তা বাসসু,মের, পরিবা,রের, কাছে হস্তান্ত র করেন, এবং দা,ফনে,র জন্য ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান, করেন।